Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহত ছাত্র জাহিদুল :দৃষ্টান্তমূলক শাস্তির দাবী স্বজনদের

1 min read

আবুল কালাম আজাদ, পাবনা থেকে ঃ স্কুল শিক্ষক বাবার যে ছেলেটি পরিবারে ও এলাকায় মেধাবী ও সৎ চরিত্রবান হিসেবে সবার কাছে পরিচিত। ভবিষ্যতে উচ্চতর ডিগ্রির জন্য বিদেশ যাবে মানুষের মত মানুষ হবে, এমন ইচ্ছা ও বাবামায়ের বুক খালি করে সন্ত্রাসীদের গুলি কেড়ে নিলো জাহিদুলের প্রাণ। গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সময় পাবনা শহরে সন্ত্রাসীদের গুলিতে তার মৃত্যু হয়। জাহিদুল পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক্স বিভাগের ৬ষ্ট সেমিষ্টারের ছাত্র ছিল। যে সব সন্ত্রাসীদের গুলিতে ছেলের অকাল মৃত্যু হয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবী পিতামাতা ও স্বজনদের।
সরেজমিন নিহত জাহিদুলের বাড়ী গিয়ে দেখা যায় শুনশান নীরবতা। এলাকার সবাই জাহিদুলের মৃত্যুতে শোকে মুহ্যমান। জাহিদুল ইসলাম(১৯) পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের চর বলরামপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে ও পাবনা সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক্স বিভাগের ৬ষ্ঠ সেমিষ্টারের ছাত্র। ছোট বেলা থেকেই শান্ত স্বভাবের ছিল জাহিদুল। ৪ ভাই বোনের মধ্যে জাহিদুল ছিল ৩য়। বাবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কিশোর বয়সেই জাহিদুল ছিল সৎ নীতিবান। কখনো কোন কিছুর অন্যায় দেখলে সে প্রতিবাদ করতো। সারাদেশে ছাত্ররা যখন বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ডাক দেয়। তখন সে পাবনায় এর প্রতিটা প্রোগ্রামে অংশ গ্রহন করে এবং প্রতিবাদ জানায়। এরই ধারাবাহিকতায় গত ৪ আগষ্ট সকালে আন্দোলনের কর্মসূচী পালন করতে গিয়ে পাবনা মধ্য শহরের ট্রাফিক মোড় এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে সে ও তার এক বন্ধু নিলয় নিহত হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। এলাকাবাসি ও স্বজনদের দাবী জাহিদুলের হত্যাকারীদের যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।
জাহিদুলের পিতা মো: দুলাল হোসেন জানান, ছেলে হারানোর অনুভ‚তি ব্যক্ত করতে পারবেন না তিনি। ন্যায্য দাবী আদায় করতে গিয়ে যাদের গুলিতে তার ছেলে নিহত হয়েছে তাদের যেন বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলম জানান, নিহত জাহিদুলের বাবা নিজে বাদী হয়ে পাবনা সদর থানায় জেলা আওয়ামীলীগের সভাপতি, সম্পাদকসহ ১০৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তধীন রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আসামীদৈর গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *