Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

পাবনায় জমিজমা নিয়ে বিরোধের জেরে কৃষকে হত্যা

1 min read

ক্ষুদিরাম : পাবনা সদর উপজেলার মালঞ্চিতে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে আমজাদ হোসেন (৫৬) নামের এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুরে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। নিহত আমজাদ সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের আছের প্রামানিকের ছেলে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, পাইকেল গ্রামের আমজাদ হোসেন ও তার চাচাতো ভাই আফজাল হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার দুপুরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে আফজাল লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমজাদকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর থেকে আফজাল হোসেন পলাতাক রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *