২১ দফার দাবী পূরণে
1 min readপাবনায় স্কয়ার মেরিলের কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ
পাবনা প্রতিনিধি : চাকুরী স্থায়ীকরন, ঈদের বোনাস, রেট কন্ট্রাকসুয়াল বাদ শ্রমিক ইউনিয়ন গঠনসহ ২১ দফা দাবী নিয়ে বিক্ষোভ কর্মসুচী পালন করেছেন পাবনা স্কয়ার মেরিল ট্রয়লেট্রিজ এর শ্রমিকেরা ।
আজ শনিবার দুপুর থেকে এই বিক্ষোভ কর্মসুচী পালন করে তারা।
পাবনা শহরের বাইপাস স্কয়ার মেরিল কারখানার গেটে তারা এই বিক্ষোভ পালন করে।
এসময় তারা স্কয়ার মালিকেরা নানা শ্রমিক শোসনের প্রতিবাদে শ্লোগান দিতে থাকে। তারা বলেন. রেটের নামে তাদের নির্যাতন করে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করা হয়। কথায় কথায় দোষ ধরে চাকরী থেকে বাদ, ওভার ডিউটির ন্যায্য পাওনা ও কর্মরত অবস্থায় কারখানার খাবার মান ভালো দিতে হবে। এসব অধিকার আদায়ের জন্য কারখানায় শ্রমিক সংগঠন তৈরির অনুমতি দিতে হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল ৫টা পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।