পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে পাবনায় বর্ণাঢ্য র্ সমাবেশ অনুষ্ঠিত
1 min readপাবনা সংবাদদাতা : পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে পাবনায় বর্ণাঢ্য র্্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিনটি পালনে আজ শনিবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্্যালী বের করা হয়। র্্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রধান অতিথি পাবনা জেলা জামাতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সাবেক সহ-সভাপতি খান এ হাবিব মোস্তফা, সুজানগর উপজেলা জামাতের আমির হেসাব উদ্দিন, পাবনা সদর উপজেলা জামায়াতের আমির আব্দুর রব সহ অনেকে।
বক্তারা বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শ পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ইসলামি শাসন ব্যবস্থা চালু করতে হবে। তাহলে সমাজের সব অন্যায়, অবিচার বন্ধ করা সম্ভব হবে। স্বৈরাচার সরকারের পতনের পর এখন সকল ধর্ম ও মতের মানুষ তাদের কথা স্বাধীনভাবে বলতে পারবে। এখানে কাউকে বাধা দেয়া হবে না বলেও উল্লেখ করেন বক্তারা। এজন্য অন্তবর্তীকালীন সরকারের সহযোগিতা কামনা করেন তারা।