Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

১৭ বছর পর পাবনায় সাংবাদিকদের সঙ্গেমতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী

1 min read

Oplus_0

পাবনা প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত পাবনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পাবনা জেলা জামায়াতে ইসলামী।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, সহযোগী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, মিডিয়া সেক্রেটারি আব্দুল লতিফ, পাবনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধা মুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায়। ইতোমধ্যেই তাদের দুইজন নেতা জোট সরকারের সময় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সততার প্রমাণ দেখিয়েছেন। দলের আমিরে জামায়াত বলেছেন তারা আওয়ামী লীগের মত প্রতিহিংসার রাজনীতি করবেন না। আগামী নির্বাচনের জন্য তাদের দল জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত। এজন্য সবার সহযোগিতা কামনা করেন।
সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *