পাবনার পদ্মা নদীতে বালুখেকোদের ধরতে জেলা প্রশাসনের অভিযান
1 min readআবুল কালাম আজাদ : পদ্মা নদীতে অবৈধ বালু খেকোদের ধরতে পাবনার জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাবনার জেলা প্রশাসন জানতে পারেন যে, পাবনার জেলার সীমানাধীন সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কন্ঠগজরার সিদ্ধিরখালী এলাকায় পদ্মা নদী থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এমন সংবাদের ভিত্তিতে পাবনার জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলামের নির্দেশে সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: মুরাদ হোসেনের নেতৃত্বে সদর থানা পুলিশ ও নৌ-পুলিশের সহায়তায় পদ্মা নদীতে মোবাইল কোর্টের একটি অভিযান চালানো হয়। দূর্গম চরাঞ্চল ও নদী পথে যেতে সময় লাগায় অভিযান টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।এসময় পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় কয়েকজন জেলের কাছ থেকে প্রায় ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে ভাঁড়ারা নদী পাড়ে এসে তা পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
অভিযানের নেতৃত্বদানকারী সহকারী কমিশনার(ভুমি) মুরাদ হোসেন জানান, তারা পদ্মা নদী থেকে অবৈধ বালু খেকোদের জন্য এই অভিযান পরিচালনা করেছেন। তাদের এই অভিযান অব্যাহত থাকবে। আজ হোক কাল হোক আইনের হাতে তারা ধরা পড়বেই। ধরা পড়লে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে।
অভিযানের সময় অন্যদের মধ্যে ভূমি কর্মকর্তা খন্দকার মবিদুর রহমান সেতু, আবু সাইয়্যিদ, নৌ-পুলিশের উপ-পরিদর্শক সাইদুল ইসলাম, সদর থানা পুলিশের সহকারী পরিদর্শক ফজলুল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।