Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

পাবনায় ভাঙ্গুড়ায় অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু , অসুস্থ ৩ জন

1 min read


 পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে অতিরিক্ত মদ্যপানে রবিন
ঘোষ(২৫) ও হৃদয় চৌধুরী(১৭) নামের দুই যুবকের   মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজনকে অসুস্থ অবস
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) রাতে এক ঘন্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। 
নিহতরা হলেন, উপজেলার চর ভাঙ্গুরা গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ ও মানিক চৌধুরীর ছেলে হৃদয়
চৌধুরী।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মদ্যপানে অসুস্থ হয়ে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত
করেছেন।
স্থানীয়রা জানান, দুর্গাপূজার উৎসব পরবর্তী আনন্দে সোমবার সন্ধ্যার পর বন্ধুদের সাথে অতিরিক্ত মদ্যপান
করে অসুস্থ হয়ে পড়েন উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের ঘোষপাড়ার পাঁচ যুবক। তারা পরস্পরের বন্ধু।
তাদেরকে সোমবার রাতে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার পথে হৃদয়
চৌধুরীর মৃত্যু হয়। আর রবিন ঘোষকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত
চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোমবার রাত সাড়ে ১১টায় ভাঙ্গুড়া  উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার
ডা. উজ্জল হোসেন বলেন, দুইজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। আর গুরুতর অসুস্থ তিনজনকে পাবনা
জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মদ্যপান করে পাঁচজন অসুস্থ হয়েছিল।
তার মধ্যে দুইজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *