পাবনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
1 min readক্ষুদিরাম : পাবনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের বহাল রাখার দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন পাবনা জেলা শাখার আয়োজনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ৯ উপজেলার ৭৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। মানবন্ধন চলাকালে বক্তব্যদেন ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী, শওকত হোসেন, শহিদুল হকসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, তৃণমুলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মত বিভিন্ন সেবা মূলক কার্যক্রম ব্যহত হয়ে পড়বে। ঢালাওভাবে সকলকে বরখাস্ত করা ঠিক হবে না। এ দাবি আদায়ের জন্য প্রয়োজনে সারাদেশ বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।
মাবনন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপিদেন । জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার শাখার সহকারি পরিচালক ওয়ালিউর রহমান রুবেল স্মারকলিপি গ্রহণ করে।