পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক : ধারালো অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
1 min readপাবনা প্রতিনিধি : পাবনা-ঢাকা মহাসড়কের সদর থানার ধোপাঘাটা নামকস্থানে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাতদলের রাকিব শেখ(২৩), জাকের(২২), রাসেল(৩০) ও শাহাদত হোসেন(২৫) নামের ৪ সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার শহীদনগর পাইকরহাটি গ্রামের বাবু শেখের ছেলে রাকিব শেখ, নাটোর জেলার ভবানীপুরের নজরুল ইসলামের ছেলে জাকের মিয়া, লোচনগড় গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রাসেল মিয়া ও আলাদী গ্রামের হজরত মোল্লার ছেলে শাহাদত হোসেন।
পাবনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) জয়ন্ত চন্দ্র বর্মন জানান, এলাকায় সন্ত্রাস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে তিনিসহ পুলিশের এএসআই আবু হাসান তারেক, এএসঅঅই সজীব আহমেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে একটি দল সদর থানার জালালপুর বাজারে টহল দিচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একদল সশস্ত্র সন্ত্রাসী ডাকাতির জন্য পাবনা-ঢাকা মহাসড়কের সদর থানার গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা নামক স্থানে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে ডাকাতরা দৌড়ে পালিয়ে যেতে বসলে স্থানীয়দের সহযোগিতায় ৪ জনকে আটক ও একটি সাদা রংয়ের মাইক্রোবাস জব্দ করা হয়। এসময় স্থানীয়দের গণধোলাইয়ে ডাকাত শাহাদত গুরুতর আহত হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। আজ শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হচ্ছে।