Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

পাবনায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

1 min read


ক্ষুদিরাম : পাবনায় দীর্ঘ প্রায় ৪ বছর পর গৃহবধূ হামিদা বেগম হত্যা মামলার রায়ে তার স্বামী তেজেম মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তানবির আহমেদ এই রায় প্রদান করেন। রায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ডও প্রদান করেন বিচারক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তেজেম মোল্লা পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামের মৃত বাজর উদ্দিনের ছেলে। নিহত হামিদা বেগমের বাড়ি একই গ্রামে।

মামলা সুত্র জানা গেছে, ঘটনার ২০/২২ বছর আগে তেজেম মোল্লার সঙ্গে বিয়ে হয় হামিদা বেগমের। বিয়ের পর তাদের ঘরে দুটি সন্তান জন্ম হয়। এরই মধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। ২০২১ সালের ১৬ নভেম্বর ভোরে এই কলহের জের ধরে তেজেম মোল্লা তার স্ত্রী হামিদা বেগমকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে এবং উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন।

এই ঘটনায় হামিদার মা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০২৩ সালের ২৩ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।

পাবনার পিপি অ্যাডভোকেট গোলাম সরয়ার খান জুয়েল ঘটনার সত্যা স্বীকার করে বলেন, এই মামলায় মোট ২৭ জন সাক্ষী প্রদান করেন। আদালতের বিচারক ফাঁসির রায় ঘোষণা করেছেন। মামলায় সরকার পক্ষে ছিলেন এপিপি আশরাফুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *