Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

ড. শ্রীরবীন্দ্রনাথ সরকার (প্রতিঋত্বিক)এর প্রথম মৃত্যু বার্ষিকিতে আলোচনা সভা অনুষ্ঠিত

1 min read

রানার প্রতিবেদন :

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর, পাবনা’র প্রাক্তন সভাপতি ড. শ্রীরবীন্দ্রনাথ সরকার (প্রতিঋত্বিক)এর প্রথম মৃত্যু বার্ষিক ও শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ইউএস (আমেরিকা) এর প্রবীণ সৎসঙ্গী শ্রীনির্মলকুমার মন্ডল এর পিতা শ্রীমহেন্দ্রকুমার মন্ডল এর মৃত্যু বার্ষিক উপলক্ষে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর, পাবনা’র শ্রীমন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।    

সন্ধ্যায় প্রার্থনা শেষে কেন্দ্রীয় সৎসঙ্গের সাধারণ সম্পাদক  শ্রীতাপস কুমার বর্মন (স.প্র.ঋ.) এর সভাপতিত্বে ড. শ্রীরবীন্দ্রনাথ সরকার (প্রতিঋত্বিক) এর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন  শ্রীহরিপদ মজুমদার (প্র.ঋ.), শ্রীকিশোর কুমার বিশ্বাস (স.প্র.ঋ.), শ্রীদিজেন্দ্রনাথ হালদার (স.প্র.ঋ.)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় সৎসঙ্গের প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রীহিরন্ময় ঘোষ (স.প্র.ঋ.)। এ সময় ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন শ্রীতাপস কুমার বর্মন (স.প্র.ঋ.), শ্রীমলয়কান্তী দেব (স.প্র.ঋ.) ও শ্রীরমেন কুমার বিশ্বাস। আলোচনা সভায় বক্তারা বলেন, ড. শ্রীরবীন্দ্রনাথ সরকার জীবনের শুরুতেই সংসারের সমস্ত প্রলোভনকে উপেক্ষা করে ইষ্টপ্রতিষ্ঠাকে শিরোধার্য করে পরমতীর্থ হিমাইতপুরধামে সারা জীবন অতিবাহিত করেছেন। যার প্রেরণায় হাজার হাজার বিভ্রান্ত মানুষ জন্ম-জন্মান্তরের সঠিক পথ তথা শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রে’র আদর্শে দীক্ষিত হয়েছে।তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। যার বক্তব্য শুনে ভাবে আপ্লুত হয়ে ভক্তপ্রাণ তাকে এ’যুগের ‘বিবেকানন্দ’ বলে আখ্যায়িত করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *