ভারতীয় পেঁয়াজ আমদানির কারণে বাজারে পেঁয়াজের দামঅর্ধেক কমেযাওয়ায় পাবনার চাষীরা হতাশ !
1 min readক্ষুদিরাম : পেঁয়াজের রাজধানী হিসেবে খ্যাত পাবনা জেলায় এবার বিস্তীর্ন এলাকা জুড়ে আবাদ হয়েছে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। কয়েক বছর দাম ভালো পাওয়ায় এ আবাদে ঝুঁকেছেন পাবনার চাষীরা। কিন্তু সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় বাজারে পেঁয়াজের দাম অর্ধেকে নেমে এসেছে। বর্তমান দামে পেঁয়াজ উৎপাদনের খরচ তোলা অসম্ভব।ভারতীয় পেঁয়াজ আমদানি না করার দাবী চাষীদের।
দেশের পেঁয়াজ উৎপাদনে অন্যতম জেলা পাবনা। চলতি বছর ৫২ হাজার ৬৪০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। জেলার প্রায় প্রত্যেকটি উপজেলায় পেঁয়াজ আবাদ হলেও সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় সুজানগর, পাবনা সদর ও সাঁথিয়া উপজেলায়। এ বছর আবহাওয়া অনূকূলে না থাকায় গত বছরের তুলনায় এবার পেঁয়াজের ফলন হচ্ছে কম। সপ্তাহ খানেক আগেও বাজারে মণ প্রতি পেঁয়াজ রকম ভেদে ২ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি করেছে। কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানীর কারনে আজ পাবনার পুষ্পপাড়া, হাজিরহাটে, কাশিনাথপুর, সুজানগর, আতাইকুলা, একদন্তসহ বিভিন্ন হাটে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৬০০ টাকা। বাজারে প্রচুর পরিমান পেঁয়াজ আমদানি হওয়ায় বর্তমানে প্রায় প্রতিদিনই কমছে পেঁয়াজের দাম এবং ভারত থেকে পেঁয়াজ আমদানী না করার দাবী পেঁয়াজ চাষীদের।
সদর উপজেলার চকউগ্রগড় গ্রামের কৃষক মিজান হুজুর, আজিজল মল্লিক বলেন, ১ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করতে ৪০ থেকে ৪৫ হাজার টাকা খরচ হয়। তাছাড়া সার, বিষ ও লেবারের যে হারে মূল্য বৃদ্ধি তাতে এই দামে পেঁয়াজ বিক্রি করলে তাদের লোকসান গুণতে হবে। আড়ৎদার আব্দুর রহিম বলেন, পেঁয়াজের বাজার নিয়ে তারা শংকিত। প্রতি দিন তারা শতশত মণ পেয়াজ কেনেন। অথচ আজ বাজার বেশি কাল কম। তাহলে তাদের লোকসান গুনতে হবে। ভারতের পেঁয়াজ আসায় বাজার এমন হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা খামার বাড়ির উপপরিচালক ড. জামাল উদ্দিন বলেন, এখন পেঁয়াজের ভরা মৌসুম।এজন্য বাজারে পেঁয়াজ আমদানী বেশি এবং পাশাপাশি ভারতের পেঁয়াজ আসায় দাম একটু কম হচ্ছে। এক কেজি পেঁয়জ উৎপাদন করতে কৃষকের ৪০ টাকার মত খরচ হয়। বর্তমান দামে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। তাই নীতি নির্ধারকগণ যেনো কৃষকদের দিকে খেয়াল রেখেই ভারত থেকে পেঁয়াজ আমদানীর সিদ্ধান্ত নেন।
পেঁয়াজ চাষীরা যেনো ক্ষতিগ্রস্ত না হন সেদিকে খেয়াল রেখে ভারত থেকে পেঁয়াজ আমদানি না করার দাবী এখানকার কৃষকসহ সচেতন মহলের।