পরিবারের সাথে ঈদ করা হলো না নাটোরের গার্মেন্টস কর্মী জিয়ার
1 min readনাটোর সংবাদাতা : পরিবার পরিজনদের সাথে ঈদ করা হলো না জিয়াউর রহমান (৪৭)র। ঢাকা থেকে ফিরে নাটোরে বাড়ির কাছে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। রবিবার সকাল পৌনে ছয়টার দিকে নাটোরের নলডাঙ্গায় পশ্চিম সোনা পাতিল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন গার্মেন্টস কর্মী জিয়াউর রহমান(৪৭)। এসময় আহত হন ভ্যানচালক জামিল (৩০)। নিহত জিয়াউর উপজেলার হলুদঘর পশ্চিম পাড়া এলাকার রহমতুল্লাহর ছেলে। তিনি ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। আহত ভ্যানচালক জামিল নওগাঁ জেলার আত্রাই থানার ডাকা গ্রামের মৃত হারুনের ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান, আজ সকাল পৌনে ছয়টার দিকে নলডাঙ্গা পৌর শহরের সেনাপতিল মহল্লায় একটি ব্যাটারি চালিত ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ব্যাটারী চালিত ভ্যানে থাকা যাত্রী মোঃ জিয়াউর রহমান ছিটকে রাস্তায় পড়ে যান। পরে মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন জিয়াউর। সে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে আসছিলেন।