Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

কুষ্টিয়ায় এমপি কামারুলের উদ্যোগে ২২ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

1 min read


কুষ্টিয়া সংবাদদাতা : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ২২ হাজার অসহায়দের মাঝে নতুন শাড়ী, লুঙ্গি, থ্রি পিস ও পাঞ্জাবি উপহার হিসেবে প্রদান করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া- ২ (মিরপুর ও ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন।

রবিবার (৭ এপ্রিল) সকালে মিরপুর উপজেলার আমলা পানি উন্নয়ন বোর্ডের আমবাগানে ও ভেড়ামারা উপজেলার ভেড়ামারা সরকারি মহিলা কলেজ তিনি এসব ঈদবস্ত্র উপহার হিসাবে বিতরণ করেন।

এসময় কামারুল আরেফিনের সহধর্মীনি সামসুন্নাহার শেফালী আরেফিনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

এ সময় কামারুল আরেফিন বলেন, দান করার জন্য মানসিকতা ও বংশীয় কিছু বিষয় থাকে। ছোটবেলা দেখেছি আমার বাবাও এই ধরনের দান করেছে। আমি ১৪ বছর আগে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে তখন থেকেই দান করে আসছি।

এ সময় তিনি আরো বলেন, ২২ হাজার বেশি মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণের কার্যক্রমে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি । এ অঞ্চলের প্রতিটি গরিব, দুস্থ ও অসহায় মানুষ ঈদ উপহার পাবেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *