Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

পাবনায় ডিবি পুলিশের হাতে ১২ ট্রাক ভারতীয় চিনি আটক

1 min read



ক্ষুদিরাম : পাবনার আমিনপুর থানার কাজির হাট ফেরিঘাট থেকে ১২ ট্রাক ভারতীয় ২৪২ মেট্রিক টন চিনি আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।এসময় ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ ২২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ১২টি ট্রাকসহ এসব চিনি জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমরান আহমেদ তুহিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে যে, সিলেট থেকে অবৈধ ভাবে ১২ ট্রাক ভারতীয় ২৪২ টন চিনি বিক্রীর জন্য আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল আমিনপুর থানার কাজিরহাট নামক স্থানে অভিযান চালিয়ে ১২টি ট্রাকসহ এসব ভারতীয় চিনি জব্দ করা হয়। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন হওয়ায় আগামীকাল বিস্তারিত জানাবেন বলে জানান এই কর্মকর্তা। এসময় ট্রাকের চালকসহ ২২ জনকে আটক করা হয়েছে। তবে কারা কিভাবে এসব চিনি আনছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *