রুপপুর পারমানবিক প্রকল্পের গ্রীড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ চালু : ৩ জেলায় সতর্কতা জারি
1 min readপাবনা প্রতিনিধি : পাবনার রুপপুরে নির্মাণধীন পারমানবিক বিদ্যুত প্রকল্পের নবনির্মিত ৪০০/২৩০কেভি গ্রীড লাইনে পরীক্ষামূলক ভাবে রুপপুর খেকে বগুড়া পযন্ত ৮৯.৯২ কিলোমিটার দীর্ঘ বিদ্যুত লাইনে মঙ্গলবার সকাল ১১টা থেকে বিদ্যুৎ চালু থাকবে ।
এ কারণে পাবনা, নাটোর ও বগুড়া জেলার কিছু এলাকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পাণি অব বাংলাদেশ লিমিটেডের(পিজিসিবি) আইডিআরএনপিপির প্রকল্প পরিচালক প্রকৌশলী মাসুদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টা থেকে লাইনটি চালু থাকবে। এজন্য ৪০০ কেভি সঞ্চালন লাইনের টাওয়ারের সাথে কোনো প্রকার গবাদি পশু বাঁধা, টাউয়ারে উঠা ও কাপড় চোপড় শুকানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। লাইনের কাছ থেকে ২৩ মিটার দুরত্বে থাকতে হবে।
রুপপুর সুত্র আরো জানায়, প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু করার জন্য ৬০ কিলোমিটার রুপপুর বাঘাবাড়ী লাইন,১০২ কিলোমিটার রুপপুর বগুড়া লাইন এবং ১৪৪ কিলোমিটার রুপপুর গোপালগঞ্জ লাইন প্রয়োজন হবে। গোপালগঞ্জ লাইন চালু করতে পদ্মা নদীতে ২ কিলোমিটার লাইন নির্মাণ করতে হবে। এজন্য রুপপুর বগুড়া বাড়াবাড়ি লাইন পরীক্ষা মূলক চালু করতে হয়েছে।
রুপপুরের ২য় ইউনিট চালু করতে ১৪৭ কিলোমিটার রুপপুর -ঢাকা লাইন চালু করতে হবে।
সব প্রস্তুতি শেষ হলে আগামী অক্টোবর মাসে প্রথম ইউনিট চালু হবে।