অধ্যাপক গোপীনাথ কুন্ডুর পরলোগ গমন
1 min readসংবাদদাতা :
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর পাবনার সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক সাবেক অধ্যাপক গোপীনাথ কুন্ডু (সহ প্রতি ঋত্বিক) আর নেই। বরিবার রাত সাড়ে ৯ টার দিকে তিনি ইহধামরে মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। এদিন তিনি আশ্রমেই অবস্থান করছিলন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। আজ সোমবার (৬ মে) পাবনার সিঙ্গা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর পাবনার সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সদস্য সচিব তাপস কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যাপক গোপীনাথ কুন্ডুর আদি নিবাস ছিল পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামে। তিনি পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যাপক ছিলেন। চাকুরি থেকে অবসর গ্রহনের পর ২০১০ সালের দিক থেকে তিনি শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমেই থাকতেন এবং ঋত্বিক হিসেবে দায়িত্ব পালন করতেন। তার মৃত্যুর খবর শুনে পাবনা-৫ আসেনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এবং বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস শোক প্রকাশ করেন এবং তাকে দেখতে যান। এছাড়াও তার মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ, সৎসঙ্গ পল্লীকল্যান সমিতির নির্বাহী পরিচালক ড. নরেশ মধু এবং সৎসঙ্গ কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।