পাবনার সুজানগরে ৮ম শ্রেনীর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ!
1 min readক্ষুদিরাম : পাবনার সুজানগরে বাড়ি থেকে তুলে ৮ম শ্রেনীর এক ছাত্রীকে ৫ জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন ভুক্তভোগী ওই ছাত্রী।
স্থানীয়রা জানায় শুক্রবার রাত পৌনে নয়টার দিকে পড়াশোনা শেষ করে বাথরুমে যাচ্ছিলেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী ৷ এসময় সুযোগ বুঝে ওই এলাকার বখাটে বারেক, ইমন ও সাজিদ বাড়ি থেকে তুলে নিয়ে যায় পাশের নির্মানাধীন একটি ফ্ল্যাটে ৷ পরে তাদের দলে আরো যুক্ত হয় সাব্বির ও তুহিন নামের ওই এলাকার আরো দুইজন বখাটে। পরে সংঘবদ্ধ ধর্ষণ করেন তাকে। এসময় চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে সেখান থেকে পালিয়ে যায় বখাটেরা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলের।
স্থানীয়রা আরো জানায়, বখাটেদের মধ্যে বারেক পূর্বেও ২০১৭ সালে অন্য এক মেয়েকে ধর্ষণ করেছিলেন। পরে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন সেই ধর্ষিতা নারী। আর বাকী ৪ জনের বিরুদ্ধেও এলাকার মেয়েদেরকে বিভিন্নভাবে ইভটিজিং করার অভিযোগ রয়েছে৷
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর নানী বাদী হয়ে পাবনার সুজানগর থানায় ০৫ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জালাল উদ্দীন বলেন, গতকাল রাতে ধর্ষণের ঘটনায় রাতেই ভুক্তভোগীর নানী থানায় এসে লিখিত অভিযোগ করে। এ ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।