গুমের প্রতিবাদে পাবনায় মানবাধিকার কর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত
1 min readপাবনা প্রতিনিধি ঃ গুমের প্রতিবাদে ও গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্তর্জাতিক গুম সপ্তাহে আলোচনা সভা করেছে পাবনার অধিকার কর্মীরা।
২৫ মে শনিবার বিকালে পাবনা মধ্য শহরের কুরাব সেন্টারে ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক ও গুম হওয়া ব্যক্তির স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ এর উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক বাম রাজনীতিবিদ কমরেড টিপু বিশ্বাস।
মানবাধিকার সংগঠন অধিকারের পাবনা জেলা কোর্ডিনেটর সাংবাদিক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী সিটি কলেজের সহকারী অধ্যাপক শামসুন্নাহার বর্ণা, এডভোকেট জাহিদুর রহমান, বিষ্ণু পদ হোড়, রেজাউল করিম মুরাদ, চন্দন সাহা, লুৎফর রহমান, আব্দুল মতিন, মনোজ কুমারসহ অধিকার কর্মী, এনজিও কর্মী, শিক্ষক ও স্কুল কলেজের ছাত্ররা।
প্রধান অতিথি অধিকারের সকল কার্যক্রমের প্রতি তার সমর্থন জানিয়ে বলেন, দেশ এখন চলছে ফ্যাসিষ্ট সরকারের নির্দেশে। এখানে নাগরিকদের ভোটের অধিকার নেই, স্বাধীন ভাবে কথা বলার কোনো ক্ষমতা নেই, বিরোধী রাজনীতি করার ক্ষমতা নেই। ভারতের তাবেদারী সরকার ভারতকে খুশি করতে দেশ দিয়ে দিচ্ছে। অথচ বাংলাদেশ ফ্যাসিষ্ট সরকার সামান্য তিস্তা নদীর পানিই আনতে পারছে না। সরকারের দূর্ণীতি অন্যায়ের কথা বললেই মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি তা না হলে গুম করা হচ্ছে। কত পরিবারের সদস্যরা আজ গুমের শিকার হয়ে আছেন তা বলা কঠিন। বছরের পর বছর পার তাদের কোনো সন্ধান মিলছে না।
তিনি বলেন, অনেক দিন ধরেই রাজনীতি করে আসছি। সেই ধারণা থেকে বলতে পারি এই সরকারের সময় শেষ। পৃথিবীতে কোনো অত্যাচারী শাসকই টিকে নাই। শেখ হাসিনা সরকারও টিকবে না। নিজেদের অধিকার রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার ভূমিকা ও প্রতিবাদ করতে হবে। অনতি বিলম্বে সরকারি বাহিনী তাদের হাতে গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবার ও স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার দাবী জানান তিনি ।
অনুষ্ঠানে গুম সপ্তাহ উপলক্ষে গুমের প্রতিবাদে মানবাধিকার সংগঠন অধিকারের লিখিত বিবৃতি পাঠ করেন পাবনা কলেজের প্রভাষক জেসমিন আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধিকার কর্মী এডভোকেট জাহিদুর রহমান।