পিকেএসএফ’র সহযোগিতায় বেকারত্ব ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলায় পাবনায় সাড়া জাগিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন
1 min readপাবনা প্রতিনিধি : মৎস্য খাতে প্রশিক্ষণ ও কারিগরী সহায়তা দিয়ে গ্রামের মানুষদের বেকারত্ব দূরীকরণ ও আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলে পাবনায় ব্যাপক সাড়া জাগিয়েছেন জাগরণী চক্র ফাউন্ডেশন নামের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। বেসরকারী উন্নয়ন সংস্থাদের প্রতিনিধিত্ব কারী প্রতিষ্ঠান পিকেএসএফ এর সহযোগিতায় ও জাগরণী চক্র ফাউন্ডেশনের কারিগরী সহায়তায় এলাকার অনেক নারী পুরুষ স্বাবলম্বী হয়েছেন।
পাবনা জেলার ঈশ্বরদী, সদর ও আটঘরিয়া উপজেলার ১০২ জন দরিদ্র কৃষককে প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষের উপযুক্ত ধারণা দিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনের কারিগরী ও আর্থিক সহযোগিতা্য় তাদেরকে মৎস্য চাষে উদ্বুদ্ধ করা হয়।প্রথমে কম থাকলেও পরবর্তীতে পুকুরের পরিমান একে জনের ১০/১২ বিঘাতে পরিণত হয়েছে। একেকজন মৎস্য চাষীর সাথে কাজ করছেন প্রায় ১৫ থেকে ২০ জন ডেইলি শ্রমিক। মৎস্য চাষ করে তারা এখন আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন।
ঈশ্বরদী উপজেলার বাঘাইল গ্রামের মৎস্য চাষী মো: নুরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তিনি বেকার হয়ে ঘুরে বেড়াতেন। কোনো কাজ কর্ম ছিল না। আর্থিকভাবে অনেক কষ্ট করতে হতো। জাগরণী চক্র ফাউন্ডেশনের স্যারদের সহযোগিতায় এবং প্রশিক্ষণ দিয়ে মাছ চাষ করে তিনি এখন বেশ স্বাবলম্বী। তার পুকুরে এখন দৈনিক ১৫-২০ জন শ্রমিক কাজ করেন।
জাগরণী চক্র ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, পিকেএসএফ’ র সহযোগিতায় তারা জাগরণী চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্রামীণ জনগো্ষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে কারিগরী ও কিছুটা আর্থিক সাপোর্ট দিয়ে থাকেন। এছাড়া সার্বক্ষণিক তাদের টেকনিক্যাল পার্সন চাষীদের পরামর্শ দিয়ে থাকেন।
জাগরণ চক্র ফাউন্ডেশেনের পাবনা জেলার জোনাল ম্যানেজার মো: জয়নাল আবেদীন জানান, তাদের সংস্থা অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে কৃষি, মৎস্য, গরু ছাগল লালন পালন এবং জটিল জটিল রোগের মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।