এসপিএস’র কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক সাধারণসভা ও নির্বাচন অনুষ্ঠিত
1 min readসংবাদদাতা :
সৎসঙ্গ পল্লীকল্যাণ সমিতি (এসপিএস) এর কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক সাধারণসভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে পাবনা শহরে এসপিএস প্রকল্প কার্যালয়ের সভাকক্ষে দুই পর্বে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর পাবনার উপ-পরিচালক মো: রাশেদুল কবির।
সম্মেলনের দ্বিতীয় পর্বে পাবনা প্রেসকাবের সভাপতি এবিএম ফজলুর রহমান প্রধান নির্বাচন কমিশনার এবং যুব উন্নয়ন অধিদপ্তর পাবনার উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার ও আহম্মেদ রফিক উচ্চ বালিকা বিদ্যালয়ের (অব:) প্রধান শিক্ষক উম্মে ফাতেমা সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
সৎসঙ্গ পল্লীকল্যাণ সমিতির চেয়ারম্যান হাছিনা আখতার রোজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৎসঙ্গ পল্লীকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ড. নরেশ চন্দ্র মধু, অধ্যাপক আবুল কালাম আজাদ, সুদর্শন তালুকদার, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, শিল্পী রাণী প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে এসপিএস’র সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে হাছিনা আখতার রোজীকে চেয়্যারম্যান, মোঃ হেলাল উদ্দিনকে কো-চেয়ারম্যান, ড. নরেশ চন্দ্র মধুকে সদস্য সচিব, সুদর্শন তালুকদারকে কোষাধ্যক্ষ এবং এড. সানজিদা পারভীন, শ্রী গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, অধ্যাপক আবুল কালাম আজাদ, শিল্পী রাণী ও মোঃ বদরুল হাসানকে নির্বাহী সদস্য পদে নির্বাচিত করা হয়।