পাবনায় পাবিপ্রবির এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত
1 min readক্ষুদিরাম : আবাসিক হলের রুমের দরজা খোলার মত তুচ্ছ বিষয়কে কেন্দ্র্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্র্ম বিভাগের মাস্টার্স শেষ বর্ষের এক সাধারন শিক্ষার্থীকে বেধরক পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে সাবেক জেলা ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা রাছেল হোসেন রিয়াদের বিরুদ্ধে। আহত সেই শিক্ষার্থীকে পিটিয়ে মধ্যরাতেই তাকে হল থেকে বের করে দিয়েছে ওই ছাত্রলীগ নেতা। এই ঘটনায় হলে থাকা বিশ্ববিদ্যালয়ে সাধারন শিক্ষার্থীদের মধ্যে চর অসন্তোষ ও আতঙ্ক বিরাজ করছে।
১৪ জুলাই (রবিবার) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হলে এই ঘটনা ঘটে। ঘটনায় আহত ওই শিক্ষার্থীকে রাতেই পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ গ্রহণ করছেন বলে জানিয়েছেন।
এই ঘটনায় সাধারন শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশাসনিক ভাবে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আহত ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের অর্থপেডিক্স বিভাগ থেকে ইএনটি বিভাগে স্থানান্তর করা হয়েছে। আহত শিক্ষার্থীর নাক, গলা, মুখ ও মাথায় আঘাত প্রাপ্ত হয়েছে। তবে বর্তমানে তিনি সুস্থ্য আছেন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এর পূর্বেও ক্যাম্পাস ও হলে বেশ কিছু সাধারন শিক্ষার্থীকে শারীরিক ভাবে লাঞ্চিত করা অভিযোগ রয়েছে।