পাবনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন
1 min readপাবনা প্রতিনিধি ঃ পাবনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার উপদেষ্টা ও পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র নির্দেশনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে সজীব ওয়াজেদ জয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, উপ দপ্তর সম্পাদক এডভোকেট রিজভী শাওন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, যুগ্ম সাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাকিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমরান শেখ, যুবলীগ নেতা শাহীনুর রহমান পলাশ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সদস্য আবুল কালাম আজাদ, সদস্য আরিফুল ইসলাম মিঠু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান রিংকু, জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রাহাত হোসেন পল্লব, এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস অন্তু, ছাত্রলীগ নেতা পিয়াস ,শোভন সহ আরো অনেকে।
এ সময় সজীব ওয়াজেদ জয় ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।