Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

পাবনায়বৈষম্যবিরোধীশিক্ষার্থীদের৯দফাদাবিতে শান্তিপূর্নবিক্ষোভমিছিল।

1 min read

পাবনা প্রতিনিধি : সারা দেশের ন্যায় কোটা সংস্কারের পক্ষে আন্দোলনরত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ৯দফা দাবিতে পাবনায় বিক্ষোভ ও  মিছিল করে কোটা বিরোধী শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১ টার সময় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে তারা সমবেত হয়। পরে বেলা ১২ টার দিকে মিছিল নিয়ে শহরের প্রাণ কেন্দ্র ট্রাফিক মোড় গোল চত্বরে সামনে তাদের থামিয়ে দেয় পুলিশ। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বৈরী আবহাওয়া বৃষ্টির মধ্যে ভিজে শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রর্দশন করতে থাকে।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে গতকাল গণমিছিল করে আজ শনিবার তরা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে বিক্ষোভ করেছেন। এসময় প্রশাসনের দায়িত্বরত পুলিশ, বিজিপি, র‌্যাব ডিবিসহ সকল আইনর্শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদ্যরা উপস্থিত ছিলেন। তবে দীর্ঘ সময় ধরে এই বিক্ষোভ মিছিলে কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
এসময় শিক্ষার্থীরা মাইক দিয়ে প্রশাসনের প্রতি আহবান জানান ন্যায় সঙ্গত এই আন্দোলনে তাদের সহযোগিতা করার জন্য। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য আহবান জানান জেলা পুলিশ। বেলা সারে ১১টা থেকে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি বেলা ১ টায় শেষ হয়। আজকের আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় কয়েক হাজার শিক্ষার্থী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *