খুলনায় একজন পুলিশ সদস্য হত্যার ঘটনায় আসামি ১২০০
1 min readখুলনা সংবাদদাতা : চলমান কোটা আন্দোলনে খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল সুমন ঘরামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা লবণচরা থানার এস আই মোস্তফা সাকলাইন বাদি হয়ে শুক্রবার রাতে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাত পরিচয় ১ হাজার থেকে ১২শ’ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের পিটুনিতে নিহত হন সুমন ঘরামী। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন নগরীর বয়রা এলাকায়। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লবনচড়া থানার ওসি মমতাজুল হক।