Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

খুলনায় একজন পুলিশ সদস্য হত্যার ঘটনায় আসামি ১২০০

1 min read

খুলনা সংবাদদাতা : চলমান কোটা আন্দোলনে খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল সুমন ঘরামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা লবণচরা থানার এস আই মোস্তফা সাকলাইন বাদি হয়ে শুক্রবার রাতে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাত পরিচয় ১ হাজার থেকে ১২শ’ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের পিটুনিতে নিহত হন সুমন ঘরামী। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন নগরীর বয়রা এলাকায়। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লবনচড়া থানার ওসি মমতাজুল হক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *