ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদে পাবনায় গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
1 min readক্ষুদিরাম : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর নিরবিচারে গণহত্যার প্রতিবাদ ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে পাবনায় গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনার সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
সকাল থেকে শহরের হামিদ শহিদ চত্বরে ছাত্র জনতা অবস্থান নেয়। পরে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসের সামনে অবস্থান নেন।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা বলেন সারাদেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে স্বৈরাচারী সাবেক সরকার শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করে এবং বিদেশে বসে স্বাধীন দেশে আবারো নীল নকশা তৈরি করার ষড়যন্ত্র করছে তা ছাত্র জনতা মেনে নেবে না।
এছাড়াও বিএনপি ও জামায়াত ইসলাম আলাদা আলাদা ভাবে কর্মসূচি পালন করেন।