Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

“আপনারা ব্যর্থ হলে, বাংলাদেশ ব্যর্থ হবে, আপনারা ব্যর্থ হলে, ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ হবে” …..পাবনায় আমির ডা. শফিকুর

1 min read



ক্ষুদিরাম : “আপনার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, আপনারা ব্যর্থ হলে ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ হবে”।দেশ সংস্কার সুষ্ঠ না হলে সুষ্ঠ নির্বাচন করে লাভ নেই। সংস্কারের সঠিক রোড ম্যাপ ঘোষনা করুন।তার হাত ধরেই নির্বাচনের রোডম্যাপ তৈরি হবে।  ড. ইউনুস’র  অন্তর্বতীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে পাবনার সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান এসব কথা বলেন।

আজ শনিবার বিকেল ৫টায় পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও জামায়াতে ইসলামী পাবনা শাখার আয়োজিত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবু তালেব মন্ডলের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলার সাবেক আমির অধ্যাপক আব্দুর রহিম, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম প্রমূখ।

ডা. শফিকুর রহমান আরো বলেন, আগষ্টের বিজয় নিয়ে দেশের কোনো কোনো রাজনৈতিক দল এক্সট্রা ক্রেডিট নিতে চান, কিন্তু তারা তা চান না, এবিজয় ছাত্র জনতা সবার। ১৫টি বছর জামায়াত ইসলামীর নেতাকর্মীদের উপর হাসিনা সরকার যে নিযাতন করেছে। তা অন্য কারও উপর হয় নাই। নিজেদের ভাতের টেবিলও তাদের নিরাপদ ছিল না। তাদের ১১ জন জাতীয় নেতাকে বিচারিক হত্যাকান্ডের মাধ্যমে মিথ্যা অভিযোগ ও সাজানো রায়ের মাধ্যমে হত্যা করা হয়েছে।গত ১৫ বছর শেখ হাসিনার ফ্যাসিষ্ট সরকার সমস্ত বিরোধী দলকে দমন করেছে এবং হাজার হাজার নেতাকর্মীদের গুম ও খুন করেছে।আগষ্টে ছাত্র জনতার য়ুদ্ধের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হয়েছে। অনেকে আবার স্বাধীন হয়েছে বলেন। আসলে পরাধীনতার প্রশ্ন থাকলেই তো স্বাধীনতার কথা আসে।এতদিন দেশে আইন ছিল অসমান কিন্তু এখন দেশে আইন সমান।বিপ্লবের পরে যেনো নিগৃহ না আসে। তাই সবাই যেনো আইনের কাছে সমান অধিকার পান।দেশ যেনো একটি বৈষম্যহীন রাষ্ট্রে পরিনত হয় সেজন্য সবার কাছ করতে হবে।আওয়ামীলীগ এর মন্ত্রী এমপি ও তাদের লোকজন পাপের বোঝা সইতে পারবে না বলেই শ ছেড়ে পালিয়েছে। শিক্ষা কমিশন নিয়ে কথা বলতেই তিনি বলেন, এই কমিশনে আস্তিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে। যারা জাতীয় চেতনা ধারন করেন তাদের দায়িত্ব দিতে হবে।বর্তমানে দেশ শান্ত থাকলেও এটা অনেকের সহ্য হচ্ছে না, অশান্ত করার পায়তারা করছে।এ ব্যাপারে সবার সব সময় সজাগ থাকতে হবে।ছাত্র জনতার বিজয় যেনো হাতছাড়া না হয়।নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, তারা কখনই আইন হাতে তুলে নিবেন না।যা করবো আইনের সহায়তায়ই করবো।

এর আগে সকালে তিনি জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার রুকন সম্মেলনে বক্তব্য রাখেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *