Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

পাবনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

1 min read



পাবনা প্রতিনিধি : সারাদেশের ন্যায় পাবনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে পাবনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ।

সকাল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের গোপালপুরস্থ জেলা বিএনপি  কর্যালয়ের সামনে জড়ো হয়। পরে সেখান থেকে ব্যানার, ফেস্টুন ও ঢাকঢোল বাজিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদিক্ষন করে। র‌্যালী শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়ামিন খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কমল শেখ টিটুর পরিচলনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। এর আগে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ সহ দিনভর নানা কর্মসূচি পালন করছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *