Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

২ কোটি টাকা ঘুষ না দেয়ায় ২৭০ কোটি টাকার মামলা পাবনার ইউনিভার্সাল গ্রুপের বিরুদ্ধে

1 min read

ক্ষুদিরাম : পাবনার তৎকালীন ভ্যাট কমিশনার জাহিদুল ইসলামকে ২ কোটি টাকা ঘুষ না দেয়ায় ২৭০ কোটি টাকার কর ফাঁকির মামলা দিয়ে ৪ বছর প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছেন শিল্প প্রতিষ্ঠানটির মালিক সহ কর্মকর্ত কর্মকচারীবৃন্দ। এমনটি অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন ইউনিভার্সল গ্রুপের এমডি কবি সোহানী হোসেন। তিনি অভিযোগ করে বলেন, তৎকালীন ভ্যাট কর্মকর্তা জাহিদুল ইসলাম তাকে বলেছিলেন ,যে অর্থ দাবী করা হয়েছে, সে অর্থ সে একা নিবেন না, সে ছাড়াও রাজশাহী বিভাগীয় ভ্যাট কমিশনার, এনবিআর’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভাগ দিতে হবে।

কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো অভিযোগের সুরেই গণমাধ্যমকর্মিদের বলছিলেন পাবনার অন্যতম নারী শিল্প উদ্যোক্তা, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সোহানী হোসেন। শনিবার দুপুর সাড়ে ১২ টায় পাবনা শহরের রোটারি ক্লাব অব রূপকথা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে জানান, সুনামের সাথে ইউনিভার্সাল গ্রুপের অন্যতম ব্র্যান্ড ‘টেস্টি স্যালাইন’ সহ অন্যান্য উৎপাদিত পণ্য সারাদেশে বাজারজাত করা হচ্ছিল। ২০১৭-২০১৮ অর্থ বছরে রাজশাহী বিভাগে জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সেরা নির্বাচিত হয় ইউনিভার্সাল গ্রুপ। একটি স্বার্থন্বেষী মহলের ঈর্ষান্বিত হয়ে পাবনায় যোগদানকারী ভ্যাটের উপ কর কমিশনার জাহিদুল ইসলামের অসৎ দৃষ্টি পড়ে আমার প্রতিষ্ঠানের উপর। তার একটি টিম আকষ্মিক ভাবে আমার ইউনিভার্সাল গ্রুপের প্রধান কার্যালয় দিলালপুর তরঙ্গ বিজনেস সেন্টারে তথাকথিত অভিযান চালিয়ে আমাদের উপর চড়াও হয়ে অফিসে আতংক সৃষ্টি করে ২ কোটি টাকা ঘুষ দাবী করেন। তার এই ঘুষের চাহিদা পূরণে অপারগতা প্রকাশ করায় তিনি ক্ষিপ্ত হয়ে আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকির একটি মিথ্যা মামলা দায়ের করেন।

ড. সোহানী হোসেন বলেন, এই মিথ্যা ও হয়রানী মামলার কারণে আমি রাষ্ট্রের বড় বড় দপ্তরে ধর্ণা দিয়েছি। ঘুষ চাওয়া সংক্রান্ত ডকুমেন্ট এনবিআর চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে দেখিয়ে শুনিয়ে ও জানিয়েও কোন সহায়তা মেলেনি। ব্যাংক, পরিবেশক, সরবরাহকারী এবং ট্যাক্সের টাকা সময়মতো পরিশোধ করতে না পেয়ে ঋণী হয়ে পড়ি। চারিদিকের চাপের মুখে বন্ধ হয়ে যায় আমার প্রিয় প্রতিষ্ঠান ইউনিভার্সাল গ্রুপ।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে অন্তবর্তীকালীন সরকার গঠনের পর আজ আপনাদের সামনে আসতে পেরেছি। আগেও আসতে চেয়েছি। কিন্তু নানা বাঁধা, হুমকি, ধামকি ও চাপের মুখে আসতে পারিনি। আমি আবার স্বপ্ন দেখি ইউনিভার্সাল গ্রুপ চালু হবে। আমার কর্মিরা কাজ করার সুযোগ পাবে। আমি আশাবাদী আমার প্রতিষ্ঠান ও আমার বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র করা হয়েছে। তা কেটে যাবে। আমি সুবিচার পাবো। আমি ইউনিভার্সাল গ্রুপের কর্মিদের সাথে নিয়ে পাবনার উন্নয়নের অবদান রাখতে পারবো।

সংবাদ সম্মেলনে ইউনিভার্সাল গ্রুপের কিছু কর্মকর্তা, কর্মিসহ বিভিন্ন স্থানীয়, জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *