Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় সিন্ডিকেট দখলবাজরা এখনও সক্রিয় : সবাই ঐক্যবদ্ধ হয়ে এদের কেউ তাড়াতে হবে

1 min read

….পাবনায় বৈষম্যবিরোধী কেন্দ্রীয় সমন্বয়ক

                                                                        …

পাবনা প্রতিনিধি ঃ ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন হলেও ফ্যাসিবাদ সরকারের দোসররা রাষ্ট্রের রন্ধে রন্ধে রয়ে গেছে। রাষ্ট্র পুন:গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এখনও আন্দোলন থেমে যায়নি।সমাজের বিভিন্ন সেক্টর থেকে বৈষম্য দূর করতে হবে।এলাকায় এখনও একটি মহল দখলবাজ চাঁদাবাজে লিপ্ত রয়েছে। তাদেরকে রুখতে হবে। নিযাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টায় পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে ছাত্র জনতা ও সুধী সমাবেশে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা এসব কথা বলেন। জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হয় এই সুধী সমাবেশ।

সারাদেশে ন্যায় পাবনাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়কেরা সফর ও আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং সুধী মহলের সাথে মতবিনিময় করেন। এসময় সফরকারী দলের প্রধান সমন্বয়ক মাহিন সরকার বলেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হয়েছে।গণঅভূত্থানের পরবর্তী বিপ্লব যেনো বেহাত হয়ে না যায় সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের রন্ধে রন্ধে রয়ে গেছে। নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, তারা ভেবেই নিয়েছেন তারা সরকার গঠন করে ফেলেছেন। শহীদদের রক্তের দাগের উপর দিয়ে তাদের এই স্বপ্ন কোনদিনই বাস্তবায়ন হবে না। বন্দুকের নলের সামনে তারা মাথা নত করেননি। তাদের কাছেও নত হওয়ার প্রশ্নই আসে না। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার দখলবাজ, চাঁদাবাজ সিন্ডিকেটদের প্রতিরোধ করার আহবান জানান।

এসময় বক্তব্য দেন, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ ড. মো. মাহবুব সরফরাজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, কুবরাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম আসাদ, আব্দুল্লাহ আল মাহমুদ মেহেদি, আল রাকিব, ঐশিক মণ্ডল জয়, আবু ওবায়দা, পাবনায় গুলিতে নিহত মাহবুব হাসান নিলয়ের পিতা আবুল কালাম আজাদ, নিহত জাহিদুল ইসলাম জাহিদের বড় ভাই তৌহিদুল ইসলাম প্রমুখ।

এর আগে দুপুরে কেন্দ্রীয় সমন্বয়কেরা পাবনায় কোটা বিরোধী বৈষম্য আন্দোলনে শহীদ ছাত্র জাহিদুল ও নিলয়ের কবর জিয়ারত এবং শোকার্ত পরিবারের সাথে দেখা করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হলরুমে পাবনার সমন্বয়দের সাথে বৈঠক করেন। 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *