Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

পাবনায় সেই জাষ্টিনট্রুডোর জন্মনিবন্ধন তৈরিকারী নিলয় র‌্যাবের হাতে গ্রেফতার

1 min read

পাবনা প্রতিনিধি : পাবনার নাগরিক কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই চাঞ্চল্যকর জন্মনিবন্ধন সনদ তৈরীকারী পাবনার সুজানগর উপজেলার আহমদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমন (২৬) কে র‌্যাব গ্রেফতার করেছে।

বুধবার(১১সেপ্টেম্বর) দুপুরে  র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। গতকাল মঙ্গলবার রাতে তাকে শহরের কাচাড়িপাড়া থেকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। 

র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ও গোপন সূত্রে র‌্যাব সদস্যরা জানতে পারে যে, জাতীয় পরিচয়পত্রসহ শিক্ষাসনদ জালিয়াতি চক্রের অন্যতম সদস্য  নিলয় পারভেজ ইমন পাবনা শহরের কাচারিপাড়া নামক স্থানে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত নিলয় আমিনপুর থানার  আহম্মদপুর ইউনিয়রে আলতাব হোসেনের ছেলে

সে দীর্ঘদিন আহমদপুর ইউনিয়নের কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করেছেন সেই সুবাদে সাধারণ মানুষদের কাজ থেকে মোটা অংকের টাকা নিয়ে জন্ম সনদ তৈরি করতো সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্মনিবন্ধন সনদ তৈরী করে সে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা কর্মকাণ্ড  ভাইরাল হলে দীর্ঘদিন সে পলঅতক থাকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *