Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

1 min read

পাবনা সংবাদদাতা : পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেয়ে অরশা খাতুন (১৩) ও মা আরজিনা খাতুন (৪৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৪ টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলার থানার আতইকুলা  ইউনিয়নের কাচারপুর পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুইজন ওই গ্রামের মো. নবাব উদ্দিন খানের স্ত্রী -মেয়ে। মেয়ে অরশা খাতুন কাচারপুর দাখিল মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪ টার দিকে বাড়ির টিনের ঘরের টিনের নিচে বৃষ্টির পানিতে গোসল করতেছিল মেয়ে অরশা খাতুন।  গোসল করে গোয়াল ঘরে উঠতে বসে লোহার দরজায় লেগে বিদ্যুৎপৃষ্ট হয়। বিদ্যুতের তার ছিড়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুৎপৃষ্টে মারা যান।  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে। একনজর দেখতে বাড়িতে ভীর করছে স্থানীয়রা।

নিহতের স্বামী নবাব উদ্দিন খান কান্নাজড়িত কন্ঠে বলেন,  অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদরাসায় পরাচ্ছি। মেয়ে আমার খুব মেধাবী ছিল।  কিন্তু আজকে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি।  মেয়ের সঙ্গে স্ত্রীও চলে যাওয়াতে আমার সর্বনাশ হয়ে গেল। একদম এতিম হয়ে গেলাম। আল্লাহ দুজনকে যেন জান্নাতবাসী করেন।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল  ইসলাম বলেন, বৃষ্টিতে গোসল করে গোয়াল ঘরে উঠতে গিয়ে প্রথমে মেয়ে বিদ্যুতায়িত হোন। পরে তাকে উদ্ধার করতে গেলে মাও বিদ্যুৎস্পৃষ্ট হয়।  ঘটনাস্থলেই মা-মেয়ে মারা গেছে। আমরা ঘটনাস্থলে আসছি। বৃষ্টির দিনে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে বলে পরামর্শ দেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *