স্বামীর পাশবিক নির্যাতনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাঁথিয়ার ছালেহা বেগম
1 min readসংবাদদাতা : যৌতুকের দাবিতে রড দিয়ে বেদম পিটিয়ে দুই সন্তানের জননী স্ত্রী ছালেহা বেগম(২২)কে গুরুতর আহত করেছে পৈশাচিক স্বামী সাগর হোসেন। আহত ছালেহা বেগম হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
আহত ছালেহা বেগম সাঁথিয়া উপজেলার করিয়ানী গ্রামের মাজেদা খাতুনের মেয়ে ও কাশিনাথপুর বেঙ্গল মিটের কর্মচারী।
সাগর হোসেন বেড়া উপজেলার রাকশা সাফুল্লাপাড়ার ফরহাদ হোসেনের ছেলে।
আহত ছালেহা বেগমের মা মাজেদা খাতুন জানান, বিয়ের পর থেকেই বখাটে সাগর নানাভাবে নির্যাতন করে আসছে। মেয়ের সুখের কথা চিন্তা করে বারে বারে তাকে প্রায় ১৪ লাখের মত টাকা দিয়েছেন। এরপর এবার টাকার দাবীতে শুক্রবার পিটিয়ে দাঁত ভেঙে দিয়েছেন। মাথা, মুখ, ঠোঁট রক্তাক্ত করে দিছে। আহত অবস্থায় প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করেন চিকিৎসকেরা। সেখানে সে মৃত্যুর সাথে লড়াই করছে।
এব্যাপারে মা মাজেদা খাতুন বাদী হয়ে সাঁথিয়া থানায় সাগরসহ ৪ জনকে আাসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।
এদিকে এই জঘন্য নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।