পাবনায় শিক্ষার্থীদের গুলি করে হত্যা চেষ্টার মামলার ২ পলাতক আসামী গ্রেফতার
1 min readপাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে ছাত্রদের হত্যা চেষ্টার মামলায় পলাতক আসামী আকতারুজ্জামান মিঠু(৪৫) ও শামীম প্রামানিক(৫০)কে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ঈশ্বরদী উপজেলার গড়গড়ি গ্রামের রায়হান উদ্দিনের ছেলে আকতারুজ্জামান মিঠু ও আরামবাড়িয়া গ্রামের ইলিয়াছ আলীর ছেলে শামীম প্রামানিক।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোরতুজা এক প্রেসব্রিপিংয়ে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা শুক্রবার দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে।