পাবনায় আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন
1 min readক্ষুদিরাম : “শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় পাবনায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।
দিবসটি উপলক্ষে আজ শনিবার পাবনা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলায় বিভিন্ন কর্মসূচী গ্রহন করে।
সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি জেলা প্রশাসকের কাযালয় থেকে বের হয়ে পাবনা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদ, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, পাবনা কলেজের উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুক, পাবনা জাগির হোসেন একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল মতিন, পাবনা সেন্ট্রাল গার্লস প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মির্জা আনোয়ার হোসেন প্রমূখ । এসময় সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সচেতন অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ করা হয়।