পাবনায় প্রতিমা ভাংচুরের অভিযোগে আগুন বাচ্চুকে আটক করেছে পুলিশ
1 min readপাবনা প্রতিনিধি : পাবনা সুজানগর উপজেলার পালপাড়া ও ঋষিপাড়ায় আসন্ন দূর্গাপুজার নিমির্ত প্রতিমা ভাংচুর করার অভিযোগে বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু(৩৪)কে আটক করেছে পুলিশ। আটককৃত আগুন বাচ্চু আদালতে ১৬৪ ধারায় প্রতিমা ভাংচুরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শনিবার বিকেলে রাজবাড়ী জেলা থেকে তাকে আটক করা হয় ।আজ রবিবার বিকেল ৫টায় পাবনা পুলিশ সুপার কাযালয়ে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।
আটককৃত আগুন বাচ্চু সুজানগর পৌর এলাকার মসজিদ পাড়ার মো: লোকমান হোসেনের ছেলে।
পাবনার পুলিশ সুপার মো: মোরতোজা আলী জানান, গত ০১ অক্টোবর রাতে জেলার সুজানগর উপজেলার পালপাড়া ও ঋষিপাড়ার মন্দিরে আসন্ন দূর্গা পূজা উপলক্ষ্যে নির্মিত ৬টি প্রতিমা ভাংচুর কেরা হয়। ওই দিনই পালপাড়া মন্দির কমিটির সভাপতি বিজন কুমার পাল সুজানগর থানায় একটি ডায়েরী করেন।পুলিশ তথ্য অনুসন্ধান করে বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু নামের এক ব্যক্তিকে সন্দেহ করে। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী থেকে আটক কর। আজ রবিবার দুপুরে বাচ্চু পুলিশের কাছে ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে তার কোন প্রকার রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।তার ছোট ভাই একসময় সুজানগর কলেজ ছাত্রলীগের সভাপতি ছিল। সে ধর্মীয় গোড়ামি ও ভ্রান্ত ধারনা থেকে এগুলো করেছে বলে পুলিশকে জানিয়েছে।
আটককৃত বাচ্চুর বিরুদ্ধে সুজানগর থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।