পাবনায় ১১ কেজি গাঁজা ১৫০ পিচ ইয়াবাসহ ৫ জন মাদকব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ
1 min readসংবাদদাতা : পাবনায় চাটমোহর ও পাবনা সদর থানায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা, ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গত শুক্রবার তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, জেলার চাটমোহর থানার মল্লিকপুর গ্রামের সিরাজুল ইসলঅমের ছেলে জাহিদুল ইসলাম(২৮),লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার নায়ারহাট গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম(২৯), লালমনিরহাট সদর থানার হাড়িডাঙ্গা গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে হাসান আলী(২৪), পাবনা সদর উপজেলার মহাদেবপুর পুর্বপাড়া গ্রামের চাঁদ আলীর ছেলে মুরাদ শেখ(৩৫) এবং সিংগাবাইপাস এলাকার হাবিবুর রহমান সূযের ছেলে কিরণ হোসেন(৪৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসান বাসির জানান, জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ সুপারো: মোরতোজা আলী খানের নির্দেশনায় ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) বেনু রায়, এসআই(নিরস্ত্র) সেলিম রেজা, এসআই(নিরস্ত্র)হাফিজুর রহমানের নেতৃত্বে কয়েকটি অভিযানিক দল জেলার চাটমোহর ও সদর থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ীদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা দেড়’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ রবিবার পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।