Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

আদিবাসী খ্রিস্টান সম্প্রদায়ের পাশে পাবনার সিংগা মানবকল্যাণ ট্রাস্ট

1 min read

সংবাদদাতা : দৃষ্টি প্রতিবন্ধি, অসহায় প্রতিবন্ধি, হতদরিদ্রদের নিয়ে কাজ করা পাবনার অন্যতম দাতব্য প্রতিষ্ঠান ‘সিংগা মানবকল্যাণ ট্রাস্ট’ আদিবাসী খ্রিস্টান সম্প্রদায়ের হতদরিদ্রদের পাশে সহায়তার হাত বাড়িয়েছে। সোমবার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের খ্রিস্টান সম্প্রদায়ের আদিবাসী জনগোষ্ঠির মধ্যে অর্থ সহায়তা প্রদান করেন।

খ্রিস্টান সম্প্রদায়ের নারী পুরুষের মধ্যে অর্থ বিতরণকারে সিংগা মানবকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর (অবঃ) মোহাম্মদ আবুল হোসেন বলেন, বাংলাদেশের আদিবাসীরা হলো এই জনপদের প্রাচীন বাসিন্দা। এরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে। অতিদরিদ্র, অশিক্ষিত এবং তাদের সামাজিকতাও বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন। অধিকাংশই কৃষি কাজের উপর নির্ভরশীল। ছেলে-মেয়েদের লেখাপড়ার তেমন সুব্যবস্থা তারা করতে পারে না। দারিদ্রতা জনিত কারণে শিশুদেরকেও কৃষিকাজে লাগিয়ে দেয়। এছাড়াও পশুপালনও তাদের অন্যতম একটি পেশা। তারা চিকিৎসা সুবিধাও তেমন পায় না। ঠিক এসব কারণেই মানব কল্যাণ ট্রাস্ট তাদের পাশে দাঁড়িয়েছে। চেষ্টা করবে তাদের সন্তানদের লেখাপড়া করার জন্য সহায়তা প্রদানে। মেয়ে শিশুদের স্থায়ীভাবে একজন দায়িত্বশীলের এর মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা হবে। উপরোক্ত চিকিৎসা সেবায় নজর দেওয়া হবে। আমরা তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা কল্পে কাজ করতে চাই।

এছাড়া উপস্থিত ছিলেন মানব কল্যাণ ট্রাস্ট এর সহকারী প্রধান শিক্ষক বিশিষ্ট বক্তা ক্বারী মাও. মোঃ আব্দুল মালেক, এলাকার বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মাও. মোঃ সাইফুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, ডাঃ মুনসুর আলী, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, আঃ রাজ্জাক সহ প্রমুখ।

এ সময় খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষে নিতেন, জুগেষ্ঠি, প্রমোৎ মাহাতো, মালতি, জো¯œা, অঞ্জলি, মিনজি, প্রসংগোমালা, গান্তজা, প্রমিলা, পদ্দেমনি, নিতাই, শান্ত প্রমুখ উপস্থিত ছিল।

খ্রিস্টান সম্প্রদায়ের বাসিন্দারা দাবী জানান, আমরা এ অঞ্চলের বাসিন্দা হয়ে জীবন যাপন করলেও স্বাভাবিক ভাবে জীবন জীবিকা নির্বাহে নানা বাধা। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সরকারি বিশেষ নজরদারী খুবই প্রয়োজন। দৃষ্ঠি প্রতিবন্ধিদের নিয়ে কাজ করা সিংগা মানবকল্যাণ ট্রাস্ট আমাদের পাশে এসে সহায়তার হাত বাড়িয়েছে। এটা আমাদের জন্য ক্ষুদ্র প্রয়াসে অনেক বড় প্রাপ্তি।
#

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *