সরকারী এডওয়ার্ড কলেজে স্টুডেন্ট পার্লামেন্টের উদ্যোগে বৃক্ষরোপন
1 min readসংবাদদাতা : দেশে প্রথম ক্রিয়েটিভ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে স্টুডেন্ট পার্লামেন্ট নামের একটি নতুন ছাত্র সংগঠনের প্রথম কর্মসূচির অংশ হিসেবে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসের সৌন্দয বৃদ্ধি ও পরিবেশে ভারসাম্য রক্ষার্তে বৃক্ষরোপন করা হয়েছে। রবিবার দুপুরে সরকারী এডওয়ার্ড কলেজ প্রাঙ্গনে সংগঠনটির পক্ষ থেকে নানা প্রকার ফলজ, বন্জ ও ফুলের গাছ লাগানো হয়।
গাছের চারা রোপনের সময় সরকারী এডওয়ার্ড কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক রওশন আখতার বানু, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মাহবুব হাসান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক নুরুল আলম, বাংলা বিভাগের অধ্যাপক ড. আব্দুল মজিদ সহ কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগন ও স্টুডেন্ট পার্লামেন্টের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী আহবায়ক মোঃ সানোয়ার হোসেন, যুগ্ম আহবয়ক সৌরভ আহমেদসহ সংগঠনটির সদস্যরা এবং অভিনেতা গোলাম ফারুক যুবরাজ উপস্থিত ছিলেন।
সংগঠনটির প্রধান সমন্বয়ক সানোয়ার হোসেন বলেন, ছাত্র জনতার গনঅভ্যুত্থানে সৃষ্ট দেশে ইতিবাচক চেতনার বহিঃপ্রকাশ বহমান। সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের অবস্থানও এর বাইরে নয়। আর এই ধারাবাহিকতায় সরকারি এডওয়ার্ড কলেজ এর সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ ভাবে সিন্ধান্ত নিয়েছি যে সকল স্টুডেন্টের নিজস্ব উদ্ভাবনী শক্তির সমন্বয় ও বাস্তবায়ন ঘটিয়ে আমাদের ক্যাম্পাসকে বাংলাদেশের প্রথম ক্রিয়েটিভ ক্যাম্পাস হিসাবে গড়ে তোলা। কলেজের সকল ক্রিয়েটিভ মেন্টালিটির স্টুডেন্টদের সংগঠনটির সাথে যুক্ত হয়ে ক্রিয়েটিভ ক্যাম্পাস গড়ার সহযোগিতা করার আহবান জানান সানোয়ার হোসেন।