সরকারের পতনের পরও ভয় পিছু ছাড়েনি হাসনা হেনার
1 min readরানার প্রতিবেদন :
বিগত আওয়ামী সরকারের পতনের পরও রাজনৈতিক ভয় পিছু ছাড়েনি মোছাঃ হাসনা হেনার। মোছা: হাসনা হেনা পাবনা জেলা বিএনপির একজন সক্রিয় কর্মী। বিগত সরকারের আমলে তিনি বহুবার রাজনৈতিক হয়রানি ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। একপর্যায়ে তাকে বিদেশে পাড়িদিতে বাধ্য করা হয়।
পারিবারিক সূত্র জানা গেছে, হাসনা হেনার পিতা মোঃ আব্দুস সামাদ মন্টু পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক। ফলে বিগত সরকারের নিপীড়নের মাত্রা ছিল অনেক বেশি। তিনি বিএনপির সক্রিয় কর্মী ছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের সামনের সারির কর্মী। যার কারণে বিগত সরকার তার বিরুদ্ধে নানা হয়রানিমূলক কর্মকাণ্ড চালায়। জীবন বাঁচাতে বিদেশে পাড়ি জমাতে বাধ্য হন। সরকার পরিবর্তন হলেও একটি মহল তার বিরুদ্ধে নানা ধরনের হয়রানি করতে পারে। ফলের তার দেশে ফিরে আসা জীবনের জন্য হুমকিস্বরূপ।