পাবনায় মৎস্যজীবী ও প্রাণিসম্পদের প্রান্তিক খামারিদের সাথে
1 min readমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি: পাবনায় মৎস্যজীবী ও প্রাণিসম্পদের ( পোল্ট্রি, ডেইরি ও গবাদিপশু) প্রান্তিক খামারিদের সাথে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন অন্তরবর্তীকালীণ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দারসহ পাবনা জেলার সকল মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন খামারীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন মৎস, পোল্ট্রি ও গবাদিপশুর খামারের কার্যক্রমের অগ্রগতির ভিডিও প্রেজেন্টেশন করা হয়।