টিসিবির পণ্য জোর করে নেওয়ার বাধা দেওয়ায়
1 min readপাবনা ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদককে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া কার্ড ছাড়া টিসিবির পণ্য জোর করে নেওয়ায় বাঁধা দেওয়ায় স্থানীয় বখাটে শাকিলের নেতৃত্বে ১৫/২০ জনের সংঘবদ্ধ দল পাবনা জেলা ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক হৃদয়কে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। আহত হৃদয় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলে সদর উপজেলার তারাবাড়িয়া বাজারে টিসিবির পণ্য বিতরণকালে স্থানীয় কিছু যুবক কার্ড ছাড়াই পণ্য নিতে চাইলে হৃদয় তাতে বাঁধা দেয়। এসময় শাকিলের নেতৃত্বে যুবকেরা হৃদয়কে ছুরকাঘাত ও লাঠিপেটা করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে হৃদয়ের অভিভাবক জানান, পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, লোক মুখে শুনেছি কিন্তু কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।