পাবনায় দুইটি ট্রাকের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্রাক নিহত ১; আহত দুই
1 min readসংবাদদাতা : পাবনায় দুইটি ট্রাকের সংঘর্ষ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের চায়ের দোকানে ঢুকে গেলো এক জন নিহত হয়েছে। এসময় আরো দুই জন গুরুতর আহত হয় ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর ) বিকেল ৩টার সময় পাবনার মহাসড়কে সিঙ্গা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম (৪০) সদর উপজেলার টেবুনিয়া বয়রা কাশিনাথপুরের নসিমুদ্দিনের ছেলে। এসময় চায়ের দোকানদার টিটু ও মোস্তাকিন হোসেন গুরুতর আহত হয়।
স্থানীয় সূত্র জানা যায়, টার্মিনাল ও গাছপাড়াগামী দুইটি ট্রাক সিঙ্গাবাইপাস কমিউনিটি হাসপাতাল গেইটের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে এক টি ট্রাক সড়কের পাশে থাকা চায়ের দোকানে ঢুকে পড়লে দোকানে থাকা সিরাজুল নামে এক জন নিহত হয়। এসময় আরো দুইজন গুরুতর আহত হলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনালের হাসপাতালে ভর্তি করে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার জাকির হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবর শুনে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।