পাবনায় ২টি চোরাই অটোবাইকসহ ৩ জন চোর আটক
1 min readসংবাদদাতা : পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ থেকে ২টি ব্যাটারী চালিত চোরাই অটোবাইকসহ শরীফ উদ্দিন(৩৩), সবুজ সরদার(৩৯) ও ইউছুফ সরদার(৫৫) নামের ৩ জন অটোবাইক চোরকে আটক করেছে পাবনা সদর থানা পুলিশ।
আটককৃতরা হলো, পাবনা পৌর শহরের দক্ষিণ রামচন্দ্রপুর মহল্লার ইসলাম প্রামানিকের ছেলে শরীফ উদ্দিন, পাবনা সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে সবুজ সরদার ও ইমান সরদারের ছেলে ইউছুফ সরদার।
আজ সোমবার তাদের আটক করে পুলিশ।
পাবনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) জয়ন্ত চন্দ্র বর্মন জানান, গত ২৬ অক্টোবর শনিবার পাবনা পৌর এলাকার শালগাড়ীয়া মাঠপাড়া মহল্লার মজিবর মিয়ার ছেলে জিয়া তার নিজস্ব অটোবাইক গ্যারেজে ৭/৮টি ব্যাটারী চালিত অটোবাইক চার্জ দিচ্ছিল। সকাল ৯টার দিকে সে গ্যারেজের দরজা খোলা রেখে পাশেই নাস্তা করতে গেলে দুস্কৃতিকারীরা ২টি অটোবাইক কৌশলে চুরি করে নিয়ে যায়। অনেক খোজাখুজি করে না পেয়ে অটোবাইকের মালিক জিয়া পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে তিনি ও একদল পুলিশ সদস্য দক্ষিণরামচন্দ্রপুর মহল্লায় অভিযান চালিয়ে শরীফকে সন্দেহজনক আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় শরীফ অটোবাইক চুরির কথা স্বীকার করে। পরে তার স্বীকারোক্তিনুযায়ী সুজানগর উপজেলার নাজিরগঞ্জের গোপালপুর গ্রামের ঘটনার সাথে জড়িত সবুজ ও ইউছুফকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী নাজিরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যারেজ থেকে ২টি নতুন অটোবাইক ও ২টি পুরাতন অটোবাইকের অংশ বিশেষ উদ্ধার করা হয়। সোমবার বিকেলে আটককৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।