পাবনার দ্বীপচর এলাকায় জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্ঠা
1 min read
পাবনা প্রতিনিধি : পাবনার সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দ্বীপচর মধ্যপাড়া প্রতিপরে লোকজনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ১০ থেকে ১৫ টি গাছ কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় শুক্রবার (০৮ নভেম্বর) দুপুরে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, দ্বীপচর মধ্যপাড়া মাহাবুব রহমান তার ক্রয়কৃত সাড়ে ২২ একর জমি ভোগ দখল করে আসছিল। শুক্রবার (০৮ নভেম্বর) সকাল ৯টার দিকে দ্বীপচর মধ্যপাড়ার মৃত লুৎফার মন্ডলের ছেলে চাঁদ, চাঁদের ছেলে সুজন, সানু মন্ডলের ছেলে আব্দুল আলিমসহ ৭ থেকে ৮ জন অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে মাহাবুব রহমানের জমিতে থাকা বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি গাছ জোরপূর্বক কেটে ফেলে। তাদের বাঁধা দিতে গেলে মাহাবুব রহমানের লোকজনদের মারধর করে।
মাহাবুব রহমান বলেন, দীর্ঘদিন ধরে আমার জমি দখল করার জন্য চাঁদ, সুজন, আলামিনসহ তাদের লোকজন চেষ্ঠা করে আসছে। গাছ কাটার সময় তাদের বাঁধা দিতে গেলে তারা অস্ত্র নিয়ে আমাকে হত্যার জন্য ধাওয়া দিলে আমি জীবন বাঁচাতে দৌড়ে জীবন রক্ষা করি। তারা আমার জমি দখল করতে যে কোন সময় আমাকে হত্যা করতে পারে।
এ বিষয়ে সদর থানার এসআই ইব্রাহিম হোসেন বলেন,একটি লিখিত অভিযোগের ভিক্তিতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।