Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করায়

1 min read

পাবনার চাটমোহরে মন্দিরের প্রতিমা ভাংচুর

পাবনা প্রতিনিধি,আরটিভিনিউজ : মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তি করায় পাবনার চাটমোহরে একটি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে স্থানীয়রা। 

রবিবার রাত ৮টার দিকে বেশ কিছু লোকজন মিছিল নিয়ে চাটমোহরের বল্লভপুর এলাকার সার্বজনিন মহাদেব মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে।

পূর্জা উদযাপন পরিষদ চাটমোহর উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রবীর কুমার দত্ত জানান, চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বল্লভপুর এলাকার কালা সাহার ছেলে প্রশান্ত কুমার সাহা (২৫) গত শনিবার (০৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করে একটি স্ট্যাটাস দেন। এতে ওই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে রাতে মিছিল বের করে হিন্দু সম্প্রদায় ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান না খোলার হুশিয়ারী দেয়। এতে রবিবার (১০ নভেম্বর) সারাদিন এলাকায় থমথমে পরিস্থিতি ও চরম উত্তেজনা বিরাজ করে। এক পর্যায় প্রশাসনের হস্থক্ষেপে পরিস্ত্রিতি শান্ত হয়। এতে এলাকার হিন্দু সম্প্রদায়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে । খবর পেয়ে সেনাবাহিনী র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।কিন্তু রবিবার রাত ৮টার দিকে বেশ কয়েকজন মিছিল নিয়ে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে। 

চাটমোহর সার্কেলের এএসপি হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর পরই দুইজনকে আটক করা হয়। তবে তারা ঘটনার সাথে জড়িত না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *