Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

পাবনার ঈশ্বরদীতে চাঁদার টাকা না দেয়ায় কৃষানী নুরুন্নাহার ও তিন ছেলে গুলিবিদ্ধ

1 min read

 

ক্ষুদিরাম : পাবনার ঈশ্বরদী উপজেলার মানিকনগর গ্রামে দাবীকৃত চাঁদার ৫ লাখ টাকা না দেয়ায় সন্ত্রাসীদের বন্দুকের গুলিতে কৃষিতে রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কৃষাণী নুরুন্নাহার বেগম ও তার ৩ ছেলে গুলিবিদ্ধ হয়েছেন।গুরুতর আহত অবস্থায় তারা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী কৃষাণী নুরুন্নাহার বেগম, তাদের ছেলে রায়হান কবির হিরক, সিরাজুল ইসলাম মানিক ও মিশুক বিশ্বাস।

মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনাটি ঘটেছে।

কৃষাণী নুরুন্নাহার বেগম জানান, গত ৮ তারিখে এলাকার মানিকনগরে আলতাফ শাহ’র মাজারে ওরশ শরীফ উপলক্ষ্যে স্থানীয় যুবদল নেতা বাপ্পীসহ কয়েকজন তার কাছে ১০ হাজার টাকার দাবী করেন। এসময় তিনি ৩ হাজার টাকা দিলে তারা ক্ষিপ্ত হয়ে বলে আসে ওরশ শেষে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে।তাদের টাকা দিতে অস্বীকৃতি জানানোতেই রাতে তার ছেলে ব্যাংক কর্মকর্তা রায়হান কবির হিরকসহ ৪ জনকে হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়।

এব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম জানান, খবর শুনে ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পূর্ব শত্রুতার জেরে এমনটি ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *