Runner Protidin

সত্য প্রকাশে অবিচল

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের ত্রৈমাসিক ঋত্বিক্‌ সম্মেলন অনুষ্ঠিত

1 min read

oplus_2

রানার প্রতিবেদন :

পুরুষোত্তম জনক মহাত্মা শ্রীশিবচন্দ্র ও বিশ্বজননী মনোমোহিনী দেবীর ১৪৫ তম শুভ পরিণয় দিবস উপলক্ষে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর পাবনায় ২ দিন ব্যাপী অনুষ্ঠান আজ শনিবার (৩০ নভেম্বার) শেষ হচ্ছে। অনুষ্ঠানের প্রথম দিন আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় ত্রৈমাসিক ঋত্বিক্ সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঋত্বিক্ সম্মেলনের সভাপতিত্ব করেন ঋত্বিক সহ-পুরোধা শ্রীহরিপদ মজুমদার (প্রতি ঋত্বিক)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঋত্বিক পরিষদের সদস্য অধ্যাপক মহিত বিশ্বাস (সহ প্রতি ঋত্বিক)। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঋত্বিক সচিব শ্রীনিরঞ্জনচন্দ্র দেবনাথ (সহ প্রতি ঋত্বিক), শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর পাবনা-এর সাধারণ সম্পাদক শ্রীতাপসচন্দ্র বর্মন (সহ প্রতি ঋত্বিক), সহসভাপতি শ্রী যুগলচন্দ্র ঘোষসহ বিভিন্ন জেলা থেকে আগত ঋত্বিক্‌বৃন্দ।

দুইদিন ব্যাপী অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে রয়েছে, ভোরে সমবেত প্রার্থনা, সত্যানুসরণ পাঠ, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ভক্তি-সঙ্গীতানুষ্ঠান, অর্ঘ্যাঞ্জলিসহ শ্রীশ্রীঠাকুর ও পিতৃ-মাতৃ প্রণাম। ঋত্বিক পরিষদ সভা, ঋত্বিক সম্মেলন (আলোচ্য বিষয়: যজমান পরিচর্য্যা ও দীক্ষা বৃদ্ধি)। দুপুরে আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহণ, সন্ধ্যায় সমবেত প্রার্থনা, সদ্‌গ্রন্থাদি পাঠ ও ভজন সঙ্গীত অনুষ্ঠিত। রাতে কর্মী প্রশিক্ষণ।

দ্বিতীয় দিন আজ শনিবার ভোরে সমবেত প্রার্থনা, সত্যানুসরণ পাঠ, পুণ্যপুঁথি পাঠ ও ভজনসঙ্গীত। দুপুরে আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহণ, সন্ধ্যায় সমবেত প্রার্থনা শেষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দুই দিন ব্যাপী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় এক’শ ঋত্বিক এবং কয়েক’শ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *