পাবনায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত
1 min readএস এম আলম : ’সচেতনতা স্বীকৃতি মুল্যায়ন, শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’ এই প্রতিপাদ্যে পাবনায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা জেলা সমাজ সেবার উপ-পরিচালক রাশেদুল কবীর। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার হাফিজ আহমেদ, রেজি: অফিসার জেলা সমাজসেবা কার্যালয় শারমিন জাহান, প্রবেশন অফিসার মামুন হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা তাজ, বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্স সাধারণ সম্পাদক রেজাউল হোসেন বাদশা, পাবনা মানবকল্যাণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল হোসেন, বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।