সড়ক দূর্ঘটনায় পাবিপ্রবির শিক্ষকের স্ত্রী ও শিশু সন্তান নিহত
1 min read
সংবাদদাতা : সড়ক দুর্ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো: ফিরোজ আলীর স্ত্রী রেশমা আক্তার (৩২) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এর আগে সড়ক দুর্ঘটনায় ছয় মাসের শিশুসন্তান ফারাবী নিহত হন। আজ বৃহস্পতিবার সকালে স্বপরিবারে ঈদের ছুটিতে রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার পথে মারাত্মক সড়ক দুর্ঘটনার পতিত হন। শিক্ষক ফিরোজ আলীর স্ত্রী ও সন্তানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন।